খান্ডোয়া (মধ্যপ্রদেশ): মধ্যপ্রদেশে প্রয়াত সঙ্গীতশিল্পী কিশোর কুমারের শতাব্দী প্রাচীন পৈত্রিক বাড়ি ভাঙার ওপর স্থগিতাদেশ দিল স্থানীয় প্রশাসন।


মধ্যপ্রদেশের খাণ্ডোয়া জেলার বম্বে বাজার অঞ্চলে কিশোর কুমারের বাড়ি ‘গৌরীকুঞ্জ’-এর একটি অংশ ভেঙে ফেলার নোটিশ জারি করে মধ্যপ্রদেশের স্থানীয় পুরসভা। দোতলা ওই বাড়ির দেওয়ালে নোটিশ সেঁটে দেওয়া হয়।এই বাড়িতে শৈশব কেটেছে  তিন ভাই- অশোক, অনুপ ও কিশোরের।


পুরসভার পক্ষ থেকে বলা হয়, বাড়িটির দশা খুবই জীর্ণ, যে কোনও সময়েই ভেঙে পড়তে পারে। এই বাড়ির বাসিন্দাদের ২৪ ঘণ্টার মধ্যে খালি করে দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি না ছাড়লে পুরসভা জোর করে বাড়ি খালি করে তা ভেঙে দেবে।


কিন্তু, বিকেলের দিকে, ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে খাণ্ডোয়া ডিস্ট্রিক্ট কালেক্টরের দফতর। ডিস্ট্রিক্ট কালেক্টর অভিষেক সিংহ বলেন, স্থানীয় পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে, এখনই ওই নোটিসকে কার্যকর না করতে।


প্রসঙ্গত, প্রয়াত সঙ্গীতশিল্পী এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। তিনি এখানে ফিরতে চেয়েছিলেন। কিন্তু, তাঁর সেই ইচ্ছা আর পূরণ হয়নি। কিশোর কুমারের নামে এক ্স্থানীয় মঞ্চের দাবি, ওই বাড়িটিকে প্রয়াত সঙ্গীতশিল্পীর স্মৃতি হিসেবে সংরক্ষিত হোক।