শ্রীনগর: 'কোনও অপরাধে' দোষী সাব্যস্ত হলে মেজর লিটুল গগৈকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
পুলিশ জানিয়েছে, গত ২৩ মে ১৮ বছরের এক তরুণীকে নিয়ে শ্রীনগরের একটি হোটেলে ঢুকতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন গগৈ। এজন্য তাঁকে অল্পসময়ের জন্য আটক করে পুলিশ।
পহেলগামের আর্মি গুডউইল স্কুল সফরে গিয়ে সাংবাদিকদের রাওয়াত বলেছেন, সেনার কোনও অফিসার অপরাধমূলক কাজের জন্য দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি মেজর গগৈ কিছু ভুল কাজ করে থাকেন, তাহলে তাঁকে যত দ্রুত সম্ভব শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রাওয়াত। সেনাপ্রধান বলেছেন, ওই শাস্তি হবে দৃষ্টান্তমূলক।
উল্লেখ্য, গত বছর এক সাধারণ নাগরিককে গাড়ির বনেটে বেঁধে বিতর্কে জড়িয়েছিলেন গগৈ। এখন কাশ্মীরের হোটেলের ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।