নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোট শেষ হওয়ার পরই বুথ ফেরত সমীক্ষাগুলির ফলাফল প্রকাশিত হয়েছে। কেরলে এদিনই ভোটগ্রহণ করা হয়।  বুথ ফেরত সমীক্ষাগুলির  ফলাফল অনুযায়ী, সরকার গঠনের দৌড়ে এগিয়ে এলডিএফ। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে এলডিএফ। ইন্ডিয়া টুডে-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,  রাজ্য বিধানসভার ১৪০ আসনের মধ্যে ইউডিএফ ৪৩, এলডিএফ ৯৫, বিজেপি ২ এবং অন্যান্যরা ৩ টি আসন পেতে পারে। নিউজ নেশনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ইউডিএফ ৭০, এলডিএফ ৭৩, বিজেপি ২ টি আসন পেতে পারে। টাইমস নাউ-র বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, ৭৮ আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে এলডিএফ। ইউডিএফ ৫৮ এবং বিজেপি ২ টি আসন পেতে পারে। সবমিলিয়ে দেখা গেলে এলডিএফ পেতে পারে ৭৪ আসন। ইউডিএফ ৬৩, বিজেপি ও অন্যান্যরা ২ টি করে আসন পেতে পারে।