কলকাতা: ১৫ বছর পর উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। দ্বিতীয় স্থানে থাকতে পারে সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট। বিভিন্ন সংবাদমাধ্যমের এক্সিট পোলে এমনটাই আভাস।
শনিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগে সম্ভাব্য ফল কী হতে পারে, তা নিয়ে এবিপি আনন্দ এবং সিএসডিএস-লোকনীতির মতো এক্সিট পোল করেছে অন্যান্য সংবাদমাধ্যমও।
টাইমস নাও-ভিএমআরের এগজিট পোল বলছে, ১৯০ থেকে ২১০টি আসন পেয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট ১১০ থেকে ১৩০টি আসন জিতে দ্বিতীয় স্থানে থাকতে পারে। ৫৭ থেকে ৭৪টি আসন পেয়ে তৃতীয় স্থানে থাকতে পারে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। অন্যান্যের ঝুলিতে যেতে পারে ৮টি আসন।


ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে আভাস, উত্তরপ্রদেশে বিজেপি একাই ১৮৫টি আসন পেতে পারে। ১২০টি আসন পেতে পারে সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট।
বিএসপি-র ঝুলিতে যেতে পারে ৯০টি আসন। ৯টি আসন পেতে পারে অন্যান্য।


নিউজ এক্স-এমআরসি’র এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৮৫টি আসন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে। সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট ১২০ এবং মায়াবতীর দল পেতে পেতে পারে ৯০টি আসন।