নয়াদিল্লি: ১৪ ডিসেম্বর সন্ধ্যেবেলার আগে গুজরাত এবং হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে একজিট পোল সম্প্রচার বা প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন।


বৃহস্পতিবার, কমিশনের এক শীর্ষ আধিকারিক জানান, নির্বাচন আইন, নির্দেশ ও নির্দেশিকা অনুযায়ী, এই দুই রাজ্যে সব দফার ভোটগ্রহণ শেষ হওয়ার আধ-ঘণ্টা পর থেকে বুথ-ফেরত সমীক্ষা প্রচার করা যাবে।


প্রসঙ্গত, হিমাচল প্রদেশে এক দফার ভোটগ্রহণ হবে ৯ নভেম্বর। অন্যদিকে, গুজরাতে দুদফায় ভোটগ্রহণ হবে যথাক্রমে ৯ ও ১৪ ডিসেম্বর। কমিশনের নির্দেশ, গুজরাতের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রকাশ করা যাবে না হিমাচলের একজিট পোল।


এমনিতে, কমিশনের আইন অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮-ঘণ্টা আগে থেকে ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি হয়।