নয়াদিল্লি: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কোন দলের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, সেটা জানার জন্য এ মাসের ৯ তারিখ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে ৮ তারিখ এগজিট পোল হওয়ার কথা ছিল। সেদিন মণিপুর ও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে শেষ দফার ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু উত্তরপ্রদেশের আলাপুর ও উত্তরাখণ্ডের কর্ণপ্রয়াগে দু জন প্রার্থীর মৃত্যু হওয়ায় শেষ দফার ভোটগ্রহণ একদিন পিছিয়ে ৯ তারিখ হবে। সেই কারণেই এগজিট পোলও পিছিয়ে গেল।
আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ৯ তারিখ বিকেল সাড়ে পাঁচটা থেকে এগজিট পোল প্রকাশ করা যাবে।
এগজিট পোল একদিন পিছিয়ে ৯ তারিখ
Web Desk, ABP Ananda
Updated at:
03 Mar 2017 10:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -