নয়াদিল্লি: অবশেষে মায়াবতী প্রসঙ্গে অশ্লীল মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হল পলাতক বহিষ্কৃত বিজেপি নেতা দয়াশঙ্কর সিংহকে। বিহারের বক্সার কাছে উত্তরপ্রদেশে ও বিহার পুলিশের যৌথ চেষ্টায় গ্রেফতার করা হয় তাঁকে।
তাঁর বিরুদ্ধে বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী সম্পর্কে অশ্লীল মন্তব্য করার অভিযোগ ছিল। তিনি বলেছিলেন, মায়াবতী টাকার বিনিময় যে কাউকে নির্বাচনী টিকিট দিয়ে দিতে পারেন। যে যত বেশি টাকা দেবেন মায়াবতী তাঁকেই টিকিট দিয়ে দেবেন। দয়াশঙ্কর বলেছিলেন, তিনি একজন যৌনকর্মীর চেয়েও খারাপ। কাঁসিরামের স্বপ্ন ভেঙে তছনছ করে দিচ্ছেন বিএসপি নেত্রী।
দয়াশঙ্করের বিরুদ্ধে বিএসপি-র জাতীয় সচিব মেওয়ালাল গৌতম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল দয়াশঙ্করের মন্তব্য দলিত শ্রেণীর মানুষদের পক্ষে অপমানজনক। সারা দেশজুড়ে সমালোচনার মুখে ছ বছরের জন্যে দয়াশঙ্করকে বহিষ্কার করে বিজেপি।
মায়াবতীকে হেনস্থা: বহিষ্কৃত বিজেপি নেতা দয়াশঙ্কর সিংহ গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jul 2016 10:35 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -