নয়াদিল্লি: দীপাবলির আগে বিস্ফোরণে কাঁপল দিল্লি। ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ১০টা।
অন্যান্য দিনেই মতোই ব্যস্ত ছিল উত্তর দিল্লির চাঁদনি চকের কাছে নয়া বাজার এলাকা। পুলিশ সূত্রে খবর, একটি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎই বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। জখম হন বেশ কয়েকজন। আতঙ্কে দৌড়দৌড়ি শুরু করে দেয় পথ চলতি মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা ও স্পেশাল সেলের আধিকারিকরা।
কিন্তু কী থেকে এই বিস্ফোরণ? দিল্লির পুলিশের নর্দান রেঞ্জের যুগ্ম কমিশনার বীরেন্দ্র চাহালের বক্তব্য,
পারিপার্শিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে মনে হচ্ছে, বাজি ভর্তি ব্যাগ থেকেই এই বিস্ফোরণ। যদিও  সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পাশাপাশি, বিস্ফোরণের নেপথ্যে নাশকতা রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর বাহারিন সফরত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, দিল্লির পুলিশ কমিশনারকে ফোন করে তদন্তের নির্দেশ দেন। কারও ষড়যন্ত্র থাকলে, অভিযুক্তদের গ্রেফতারেরও নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।