মুম্বই: মহারাষ্ট্রে ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষের অনীহা কি বাড়ছে? গত পুরনির্বাচনে ভোটের হার ছিল মাত্র ৪০ শতাংশ। অর্থাত্ প্রায় ৬০ শতাংশ ভোটারই বুথমুখী হননি। ভোটদানের হারের এই বেহাল দশা কাটাতে উদ্যোগী রাজ্যের স্কুলগুলি। পড়ুয়ারা যাতে তাদের বাবা-মা-দের ভোট দিতে রাজি করানোর ভার নিজেদের ওপর নেয়, সেজন্য অভিনব উদ্যোগ স্কুলগুলির। এজন্য মিছিলেরও আয়োজন করা হয়েছে। বাবা-মাকে ভোট দিতে রাজি করাতে পারলে বাড়তি নম্বর ও পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থাও করা হয়েছে।
শুধু তাই নয়, গণতন্ত্রে নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করে অভিভাবকদের কাছে চিঠিও পাঠাচ্ছেন শিক্ষকরা।
বাবা-মাকে ভোটের লাইনে আনতে পারলে স্কুলে বাড়তি নম্বর মহারাষ্ট্রে
ABP Ananda, web desk
Updated at:
14 Feb 2017 05:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -