নয়াদিল্লি: ভারত মহাসাগরে কৌশলগত জমি দখল নিয়ে ভারত-চিন ঠাণ্ডা লড়াই দ্রুত প্রকাশ্যে আসছে। চিনকে রুখতে ভারত মহাসাগরে বড়সড় সেনা মহড়া করতে চলেছে ভারত। পাশাপাশি নৌসেনার হাতে যত তাড়াতাড়ি সম্ভব তুলে দেওয়ার চেষ্টা চলছে ৬টি পরমাণু অস্ত্র বহন ও আক্রমণে সক্ষম সাবমেরিন। এছাড়াও নৌসেনাকে দেওয়া হবে ৪টি পরমাণু অস্ত্র বহনক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ও ১৮টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন।


আগামী বছরের শুরুতে চিনের একটি পরমাণু অস্ত্র বহনক্ষম সাবমেরিন ভারত মহাসাগরে মোতায়েন হওয়ার কথা। সেদিকে নজর রেখে দ্রুত নৌসেনার ভাণ্ডার অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে ভরে তুলছে দিল্লি।

এই মুহূর্তে নৌসেনার হাতে রয়েছে ১৩টি পুরনো সাবমেরিন, একটি দেশীয় পরমাণু অস্ত্র বহনক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ও একটি পরমাণু অস্ত্র বহন ও আক্রমণে সক্ষম সাবমেরিন। শেষ সাবমেরিনটি লিজ নেওয়া হয়েছে রাশিয়া থেকে কিন্তু আন্তর্জাতিক চুক্তির কারণে তাতে কোনও পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র নেই।

এই ঘাটতি সামাল দিতে বিশাখাপত্তনমে ৯০,০০০ কোটির বেশি টাকা খরচ করে ৪টি সম্পূর্ণ দেশি পরমাণু অস্ত্র বহনক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন প্রস্তুত করছে ভারত। আগামী বছরই এগুলি নৌসেনার হাতে তুলে দেওয়া হবে। এছাড়া ৬০,০০০ কোটি টাকার বেশি খরচ করে তৈরি হতে চলেছে ৬টি পরমাণু অস্ত্র বহন ও আক্রমণে সক্ষম সাবমেরিন। ২০১৫-র শুরুতে ক্যাবিনেট কমিটি এই প্রকল্পে সিলমোহর দিয়েছে।