নয়াদিল্লি: মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার ফের ডাউন হল। এরজন্য গ্রাহকরা মেসেজ পাঠাতে পারছিলেন না বা তাঁদের ইনবক্সে মেসেজ আসছিল না। শুধু মেসেঞ্জারেই নয়, ওয়েবভার্সনও ডাউন হয়ে যায়। সন্ধে সাড়ে ছয়টার পর পরিষেবা ফের স্বাভাবিক হয়। জানা গেছে, আজ সকাল ১১ টা নাগাদ ফেসবুকের মেসেঞ্জার সার্ভিস ডাউন হয়ে যায়। যদিও এর কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ার গ্রাহকদের প্রতিক্রিয়া সামনে এসেছে। মেসেজ পাঠানো বা মেসেজ পাওয়ার সমস্যার পাশাপাশি গ্রাহকদের চ্যাটও উধাও হয়ে যায়। অর্থাত্, এখন চ্যাটবক্স খুলে গ্রাহকরা কোনও পুরানো মেসেজ দেখতে পাচ্ছিলেন না। এর আগে গত সপ্তাহেই মেসেঞ্জার ডাউন হয়ে গিয়েছিল। সম্প্রতি হোয়াটস্যাপেও এই সমস্যা হয়েছিল। তবে আধঘন্টার মধ্যেই পরিষেবা চালু হয়েছিল।