নয়াদিল্লি: বিজেপি নেতাদের ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচার বন্ধে পদক্ষেপ নেয় না ফেসবুক, মার্কিন সংবাদপত্র ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়। সেই সূত্র ধরে সোমবার সরব হলেন রাহুল গাঁধী। তিনি অভিযোগ করেন যে, এতে প্রমাণিত হয় যে, ফেসবুক বিজেপি এবং আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।


যদিও সেই অভিযোগ উড়িয়ে দিল ফেসবুক। তারা জানিয়ে দিল, ফেসবুক কোনও রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হয় না। একটি বিবৃতি প্রকাশ করে বলা হল, ফেসবুকের পলিসি কোনও রাজনৈতিক দল জানে না। ফেসবুক কোনও দলের দ্বারা নিয়ন্ত্রিতও হয় না।

মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাকর্মীদের বিদ্বেষমূলক এবং বিতর্কিত মন্তব্য নিয়ন্ত্রণে ফেসবুকের অনীহা স্পষ্ট। সেই অভিযোগ খারিজ করল মার্ক জুকারবার্গের সংস্থা।