মুম্বই: মহারাষ্ট্রের মু্খ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ ও তাঁর পরিবারের লোকজনকে খুনের হুমকি দিল মাওবাদীরা। ফঢ়ণবীশ নিজেই এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মাওবাদীরা আগে গ্রামাঞ্চলেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন তারা শহরাঞ্চলেও ঘাঁটি গাড়ছে। তারা মানুষকে বিপথে চালিত করার চেষ্টা করছে। আমাকে ও আমার পরিবারের লোকজনকে হুমকি দিয়ে যে দু’টি চিঠি দেওয়া হয়েছে, সেগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তকারীরা অনেক তথ্য-প্রমাণ পেয়েছেন। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।’

গড়চিরৌলিতে সম্প্রতি ৩৯ জন মাওবাদীকে খতম করার পরিপ্রেক্ষিতেই এই হুমকি চিঠি এসেছে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘গত ১৩ ও ১৮ মে দু’টি হুমকি চিঠি এসেছে মুখ্যমন্ত্রীর দফতরে। দু’টি চিঠিতেই গত ২২ ও ২৩ এপ্রিল গড়চিরৌলিতে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনার বদলা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একটি চিঠি এসেছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির কাছ থেকে এবং অন্য চিঠিটি দিয়েছে মাওবাদীদের দণ্ডকারণ্যের বিশেষ জোনাল কমিটি। দু’টি চিঠিতেই মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের লোকজনকে হুমকি দেওয়া হয়েছে।’

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রণজিৎ পাতিল জানিয়েছেন, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে যে পুলিশ আধিকারিকরা যুক্ত ছিলেন, তাঁদেরও হুমকি দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী বিভাগ এই ঘটনার তদন্ত করছে।