শ্রীনগর: আজ কাশ্মীরের ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হওয়া হিজবুল জঙ্গি সবজার আহমেদ ভাট নাকি জঙ্গি হয় প্রেমে ব্যর্থ হওয়ার কারণে!
উপত্যকায় ঘুরছে এমনই আজব তথ্য। দক্ষিণ কাশ্মীরের ত্রালের রথসুনা গ্রামের বাসিন্দা সবজার ১৫ বছর বয়সে হিজবুল মুজাহিদিনে যোগ দেয়। তাহলে কোন বয়সে সে বিয়ের প্রস্তাব দিল আর কখনই বা প্রত্যাখ্যাত হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে বেশ কয়েকবার নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে পালাতে সক্ষম হয় সবজার। অল্প কদিন আগে এই ত্রালেই অন্ধকার আর প্রচণ্ড পাথরবাজির সুযোগে জওয়ানদের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দেয় সে।
কাশ্মীর থেকে হিজবুলে জঙ্গি সংগ্রহ করত বছর ২৫-২৬-এর এই জঙ্গি। তবে মৃত হিজবুল পান্ডা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ বন্ধু হলেও সে কাজ করত আন্ডারগ্রাউন্ড থেকে, বুরহানের মত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে ফতোয়া জারি করত না। অপহরণ ও তোলাবাজির মাধ্যমে টাকা আদায়েই তার বেশি নজর ছিল।
বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়; তাই নাকি জঙ্গি হয় সবজার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2017 07:36 PM (IST)
ছবি: ফেসবুক
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -