কলেজে ভর্তি হতে না পেরে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি তিন ছাত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Aug 2017 08:52 AM (IST)
গাজিয়াবাদ: গাজিয়াবাদের একটি কলেজে টানটান উত্তেজনা। তিন ছাত্রীর কলেজ ভবনের ছাদের ওপর উঠে আত্মহত্যার হুমকি। তারা বলে, কলেজে ভর্তির সুযোগ না পেলে তারা ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করবে। নম্বরের লড়াইয়ে পিছিয়ে পড়ে ওই ছাত্রীরা মহানন্দ মিশন হরিজন কলেজে ভর্তির সুযোগ পায়নি। এরপরই তারা আত্মহত্যার হুমকি দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত জেলাশাসক প্রীতি জয়সওয়াল। তিনি ওই তিন জনকে তাদের ভর্তির ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা আশ্বাস দেন। এই আশ্বাসে অবশেষে নিরস্ত হয় তারা।