পটনা: উত্তরপ্রদেশের বিজেপির বিপুল সাফল্যের জন্য বিরোধীদের মহাজোট গঠনের ব্যর্থতার দিকে আঙুল তুললেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি-ইউ নেতা নীতীশ কুমার। একইসঙ্গে কেন্দ্রের নোট বাতিলের  সিদ্ধান্তের প্রতিবাদ উচ্চগ্রামে নিয়ে যাওয়ায় বিরোধীদের হারের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন নীতীশ।

জেডি-ইউ সভাপতি নীতীশ বলেছেন, অনগ্রসর শ্রেণীর সমর্থন গৈরিক পার্টির দিকে গিয়েছে। অন্যদিকে, এই শ্রেণীকে নিজেদের পক্ষে আনতে ব্যর্থ হয়েছে বিরোধীরা।

উল্লেখ্য, ২০১৫-তে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধীরা মহাজোট গড়ে মোদী হাওয়া রুখে দিতে পেরেছিল। কিন্তু উত্তরপ্রদেশের নির্বাচনে তা হয়নি। কংগ্রেস-সপা জোট বাঁধলেও পৃথকভাবেই লড়াই করেছিল বিএসপি। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিপুল সাফল্যের জন্য বিজেপিকে অভিনন্দন জানাতে গিয়ে এ কথা বলেছেন নীতীশ।

জোট শরিক আরজেডি-কংগ্রেস সহ বিরোধীরা যখন নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে আক্রমণ করছিলেন তখন এর সমর্থনে মুখ খুলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। তবে এই সিদ্ধান্ত প্রয়োগের ব্যপারে সরকারের অব্যবস্থার সমালোচনা করেছিলেন। উত্তরপ্রদেশের ভোটের ফলাফলের পর নীতীশ বলেছেন, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল নিয়ে এতটা চড়া সুরে বিরোধিতা করা উচিত হয়নি। কারণ, এই সিদ্ধান্ত গরিবদের মনে এই ধারনা দিয়েছিল যে , এর ফলে ধনীরা ক্ষতিগ্রস্ত হবে। বহু দলই এই বাস্তবকে উপেক্ষা করেছিল।

উল্লেখ্য, এবারের উত্তরপ্রদেশ নির্বাচনে জেডি-ইউ প্রতিদ্বন্দ্বিতা করেনি।

নীতীশ পঞ্জাবে সাফল্য এবং মণিপুর ও গোয়ায় এক সংখ্যাগরিষ্ট দল হিসেবে উঠে আসার জন্য কংগ্রেসকেও অভিনন্দন জানিয়েছেন।