তেনকাশি (তামিলনাড়ু): ১ কোটি ৩৬ লক্ষ টাকারও বেশি মূল্যের জাল নোট উদ্ধার হল তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার তেনকাশি থেকে। দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি জেরক্স মেশিনও উদ্ধার করা হয়েছে। ধৃতদের সঙ্গে বড় কোনও জাল নোট চক্রের যোগ আছে কি না, সেটা খতিয়ে দেখছে ভারত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ব্যাগ নিয়ে বাসস্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিল হাসান ও সামিদুরাই নামে ধৃত দুই ব্যক্তি। পুলিশের কাছে আগেই খবর ছিল, জেলায় একটি চক্র জাল নোটের কারবার চালাচ্ছে। সেই চক্রের খোঁজে গত কয়েকদিন ধরেই তল্লাশি চলছিল। হাসান ও সামিদুরাইয়ের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। জেরার পর তাদের কাছ থেকে ২০০০, ৫০০ ও ১০০ টাকার জাল নোটে মোট ১ কোটি ৩৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের জাল নোট পাওয়া গিয়েছে।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
তামিলনাড়ুতে ১.৩৬ কোটি টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jun 2017 02:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -