হায়দরাবাদ: ২ হাজার টাকার জাল নোট সহ দুজনকে হাওড়া-হায়দরাবাদগামী ইস্ট কোস্ট এক্সপ্রেস থেকে গ্রেফতার করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স (ডিআরআই)। ওই বাতিল নোটের অর্থমূল্য ১০ লাখ টাকার বেশি। বাংলাদেশ থেকে বেআইনি ভাবে তা এদেশে পাচার করা হয় বলে অভিযোগ। ১২ মে কর্নাটকে বিধানসভা ভোট। জেরায় ধৃতরা জানিয়েছে, ভোটমুখী রাজ্যে বৈধ নোটের সঙ্গে ওই জাল নোট অদলবদল করাই উদ্দেশ্য ছিল তাদের।
আজ সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে গ্রেফতার হয় ওই দুজন। ডিআরআই প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের ব্যাগ তল্লাশি করে খবরের কাগজে মুড়ে রাখা পাঁচটি জাল নোটের বান্ডিল পাওয়া যায়, যাতে ছিল মোট ৫১০টি নকল ২০০০ টাকার নোট।
জিজ্ঞাসাবাদের সময় তারা জানায়, মুর্শিদাবাদের ফরাক্কায় বাংলাদেশ থেকে আসা ওই জাল নোট তাদের হাতে তুলে দেয় এক ব্যক্তি। ফরাক্কা জাল নোট দেওয়া নেওয়া এক বড় ঘাঁটি হয়ে উঠেছে বলে দাবি ডিআরআইয়ের।
ধৃত ২ জনই বেঙ্গালুরুর লোক। কর্নাটকে ভোটপর্বের মধ্যে ওই জাল নোট লেনদেন করা সহজ হবে মনে করে তারা সেগুলি নিয়ে যাচ্ছিল। তাদের একজন অতীতে অপরাধে যোগসূত্র থাকায় গ্রেফতার হয়েছিল। জামিনে মুক্ত রয়েছে সে এখন।