বেঙ্গালুরু: কর্ণাটকে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের মাত্র তিন দিন আগেজাল ভোটার আইডি উদ্ধার নিয়ে নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, জাল ভোটার আইডি ব্যবহার করে নির্বাচনে জেতার চেষ্টা করছে কংগ্রেস। চিকমাগালুরে একটি জনসভায় মোদী বলেছেন, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন, হাজার হাজার জাল ভোটার আই-কার্ড উদ্ধার করা হয়েছে। কম্পিউটার, প্রিন্টার মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে। ১২ মে মানুষ যখন ভোট দিতে যাবেন, তখন এর জন্য তাঁদের কংগ্রেসকে ক্ষমা করা উচিত নয়।’


বেঙ্গালুরুর উত্তরাংশের রাজারাজেশ্বরী বিধানসভা আসনের অন্তর্গত একটি ফ্ল্যাট থেকে প্রায় ১০ হাজার ভোটার কার্ড ও কাউন্টার ফয়েল উদ্ধারের ঘটনা ঘিরে উত্তাল কর্ণাটক। এই ঘটনা ঘিরে কংগ্রেস ও বিজেপির বাকযুদ্ধ চরমে উঠেছে। বিজেপি-র দাবি, ওই ফ্ল্যাটটি এক কংগ্রেস নেতার। পাল্টা কংগ্রেসের দাবি, ফ্ল্যাটটি স্থানীয় এক বিজেপি নেতার। এই ঘটনায় আজ ভোরেই এফআইআর দায়ের করেছে নির্বাচন কমিশন।

কর্ণাটকের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) সঞ্জীব কুমার মঙ্গলবার রাতে বলেছিলেন যে, রাজারাজেশ্বরী নগর বিধানসভা একালার ফ্ল্যাট থেকে ৯,৭৪৬ টি ভোটার কার্ড ও ভোটার তালিকায় নাম সংযোজনের জন্য ব্যবহৃত অ্যাকনলেজমেন্ট স্লিপের মতো দেখতে এক লক্ষ কাউন্টাররফয়েল উদ্ধারের ঘটনায় এফআইআর দায়ের করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ভোটার কার্ডগুলি আসল বলেই মনে করা হচ্ছে। কাউন্টার ফয়েলগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। ওই ফ্ল্যাট থেকে পাঁচটি ল্যাপটপ ও একটি প্রিন্টারও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় বিস্তারিত তদন্ত হবে এবং নির্বাচন কমিশন এ বিষয়ে নজর রাখছে।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার অভিযোগ, যেখান থেকে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে সেই ফ্ল্যাটটি এক বিজেপি নেতার। তিনি বলেছেন, তাদের নেতা মঞ্জুলা নানজামারির অ্যাপার্টমেন্টে নাটক সাজিয়েছে বিজেপি। তিনি ওই ফ্ল্যাটটি তাঁর ছেলেকে ভাড়া দিয়েছিলেন, যিনি ২০১৫-তে বেঙ্গালুরু পুরসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন।
সুরজেওয়ালার আরও দাবি, ওই অ্যাপার্টমেন্টে পুলিশ বা নির্বাচন কমিশন নয়, বিজেপি কর্মীরা হানা দিয়েছিলেন।

যদিও বিজেপি-র অভিযোগ, কর্নাটক ভোটে পরাজয় নিশ্চিত বুঝে রিগিঙের ছক করছে কংগ্রেস। আরআর নগরের ভোট স্থগিত করার জন্য তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা প্রকাশ জাভড়েকর ট্যুইট করে এই দাবি জানিয়েছেন। তিনি আরও দাবি করেছেন, মঞ্জুলা ছয় বছর আগে বিজেপি ছেড়েছিলেন এবং এখন তিনি কংগ্রেস সদস্য।