মারা গেলেন গীতা ও গীতাঞ্জলির উর্দু অনুবাদক কবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jan 2018 01:50 PM (IST)
লখনউ: মারা গেলেন বিখ্যাত উর্দু কবি আনওয়ার জালালপুরী। উত্তরপ্রদেশের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে ৭০ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। কবির ছেলে শাখর একথা জানিয়েছেন। কবির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, গীতাঞ্জলি ও ভগবত গীতার উর্দু অনুবাদ 'রাহরু সে রাহনুমা তক'। টিভি সিরিয়াল 'আকবর দ্য গ্রেট'-এর সংলাপও লিখেছিলেন জালালপুরী। আগামীকাল অম্বেডকর জেলার জালালপুরে কবির নিজের গ্রামে শেষকৃত্য সম্পন্ন হবে।