ফরিদাবাদে গোমাংস নিয়ে যাওয়ার সন্দেহে পুলিশের সামনেই পাঁচজনকে বেধড়ক মারধর গোরক্ষকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Oct 2017 01:08 PM (IST)
ফরিদাবাদ: প্রধানমন্ত্রী যতই নিন্দা করুন, সেসবে কর্ণপাতই করছে না তথাকথিত গোরক্ষকরা। ফের গোরক্ষকদের তাণ্ডব এবার হরিয়ানার ফরিদাবাদে ।গোমাংস নিয়ে যাওয়ার সন্দেহে অটো চালক সহ পাঁচজনকে বেধড়ক মারধর। আরও উল্লেখ করার মতো ঘটনা, হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আক্রান্তদের বিরুদ্ধেই গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগে মামলা রুজু করেছে হরিয়ানা পুলিশ। জানা গেছে, গোরক্ষকরা অটো চালক ও অটোর আরোহী চারজনকে বেধড়ক মারধর করে। হামলাকারীরা আক্রান্তদের ভারত মাতা কি জয় ও জয় হনুমান বলতে বলে। অটো চালক অস্বীকার করলে তাঁকে মারধর করা হয়। আক্রান্তদের অভিযোগ, তাঁদের পুলিশের সামনেই মারধর করা হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অটো রিক্সায় গোমাংস নিয়ে যাওয়া হচ্ছিল কিনা, তা খুঁজতেই বেশি ব্যস্ত ছিল পুলিশ। ডিসিপি জানিয়েছেন, এই ঘটনায় গো পাচার মামলায় এফআইআর দায়ের করা হয়েছে। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতেও এফআইআর দায়ের করা হবে। তদন্ত চলছে। অটোয় পাওয়া মাংস গোমাংস কিনা, তা পরীক্ষা করে দেখা হবে।