ফরিদাবাদে রেস্তোরাঁয় যুবককে পিটিয়ে খুন
Web Desk, ABP Ananda | 12 Sep 2016 05:53 AM (IST)
ফরিদাবাদ: পুরনো শত্রুতার জেরে রেস্তোরাঁয় ঢুকে এক যুবককে পিটিয়ে হত্যা করা হল। ঘটনাটি ফরিদাবাদের। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম রোহিত বাঘেরা। তিনি রবিবার রাতে বন্ধুদের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেই সময় বিট্টু রানা নামে এক যুবক ও তাঁর সঙ্গীরা এসে রোহিতকে মারতে শুরু করেন। রোহিতকে মারাত্মক জখম করার পরে বিট্টুরা সেখান থেকে চলে যান। প্রথমে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোহিতকে। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা। পথেই রোহিতের মৃত্যু হয়। এক বছর আগে বিট্টুকে মারধর করেছিলেন রোহিত। সেই ঘটনার জেরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। বিষয়টি আদালতের বিচারাধীন ছিল। কিন্তু বিট্টু নিজেই রোহিতের উপর বদলা নিতে চাইছিলেন। রাস্তায় বিট্টু তাঁকে প্রায়ই হুমকি দিতেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন রোহিত। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেওয়ার আগেই রোহিতকে পিটিয়ে মারলেন বিট্টু। এই ঘটনায় পাঁচ জন পরিচিত এবং ২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।