মুম্বই: মহারাষ্ট্রের সচিবালয়েই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কৃষকের। মুম্বইয়ে মন্ত্রালয় হিসেবে পরিচিত সচিবালয়ের দোতলায় আহমদনগর জেলার ভৈরবনাথ যাদব নামে ৫৫ বছরের ওই কৃষক আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে। ওই কৃষককে সঙ্গে  সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিত্সা চলছে। ওই কৃষক কেন এভাবে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন তা এখনও জানা যায়নি। সম্প্রতি রাজ্য সরকার কৃষকদের ঋণ মকুবের ঘোষণা করেছে। ঋণ মকুব সংক্রান্ত কোনও অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।