চেন্নাই: বাবার মৃত্যুর পর শেষকৃত্যের জন্য ধারের টাকা শোধ করতে এক কৃষকের ১৫ বছরের ছেলেকে যা করতে হল, তা লজ্জায় ফেলে দিল তামিলনাড়ু প্রশাসনকে।
ভিল্লাপুরম জেলার এম কুন্নাথুর গ্রামের কৃষক ৪৫ বছরের কোলানজি গত বছরের ফেব্রুয়ারিতে মারা যান। সামাজিক নিরাপত্তা প্রকল্পে কোনও কৃষকের মৃত্যু হলে রাজ্য সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবারকে ১২,৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। কিন্তু সেই টাকা মঞ্জুর হতেই পেরিয়ে গেল প্রায় দেড় বছর। এখানেই শেষ নয়, ক্ষতিপূরণের অর্থের চেক পেতে গেলে গ্রামের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ৩ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ।
কিন্তু ঘুষের টাকা অনেক চেষ্টা করেও যোগাড় করতে পারেনি মৃত কৃষকের কিশোর-পুত্র অজিত। শেষপর্যন্ত টাকা যোগাড়ের জন্য ভিক্ষের পথ বেছে নেয় সে। ঘুষের টাকা জোগাড়ের জন্য ভিক্ষে দেওয়ার আর্জি জানিয়ে সে একটি ব্যানারও তৈরি করে। ওই ব্যানার নিয়ে বিভিন্ন বাস ও অন্যান্য স্থানে তার ভিক্ষের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর অস্বস্তিতে পড়ে যায় জেলা প্রশাসন। ব্যানারে লেখা- বাবার শেষকৃত্যের জন্য যে টাকা ধার করা হয়েছে তা শোধ দেওয়ার ক্ষমতা তার নেই। গ্রামের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সরকারি ক্ষতিপূরণের টাকা পেতে তিন হাজার টাকা ঘুষ চেয়েছেন।
ঘটনায় বিড়ম্বনায় পড়ে জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত অফিসারকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও অভিযুক্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
কৃষকের মৃত্যু, সরকারি অফিসারকে ঘুষ দিতে ভিক্ষে করতে হল ছেলেকে
ABP Ananda, web desk
Updated at:
28 Aug 2016 07:24 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -