ব্যাঙ্কের লাইনে হার্ট অ্যাটাক, হাসপাতালে মৃত্যু কৃষকের
Web Desk, ABP Ananda | 12 Nov 2016 09:41 PM (IST)
আনন্দ (গুজরাত): ব্যাঙ্কে টাকা বদলানোর লাইনে দাঁড়িয়ে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত বছর ৪৭-এর এক কৃষক। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। গুজরাতের তারাপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, টাকা বদলানোর জন্য কর্পোরেশন ব্যাঙ্কের একটি শাখায় গিয়েছিলেন তারাপুর তহসিলের মোরাজ গ্রামের বাসিন্দা বরকত শেখ নামে ওই ব্যক্তি। ভাগচাষীদের প্রাপ্য টাকা দেওয়ার জন্য তাঁর নগদ টাকার প্রয়োজন হয়ে পড়েছিল। দু’ঘণ্টা ধরে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকেও কাজ হয়নি। লাইনে দাঁড়িয়ে থাকাকালীনই অসুস্থ বোধ করেন তিনি। কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় তাঁর। এই নিয়ে টাকা বদলাতে গিয়ে মহারাষ্ট্র, কেরল ও গুজরাতে মোট ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।