কৃষিজমি হারানোর আশঙ্কায় বুলেট ট্রেন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ পালঘরের চাষিদের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Sep 2017 08:48 PM (IST)
পালঘর: আমদাবাদ-মুম্বই বুলেট ট্রেনের জন্য তাঁদের জমি চলে যেতে পারে, এমন আশঙ্কায় বৃহস্পতিবার ওই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ কৃষকদের।
মহারাষ্ট্রের পালঘর জেলার বইসারের একদল কৃষক বুলেট ট্রেন প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় রেল স্টেশনের বাইরে জড়ো হয়ে স্লোগান দেন। শ্বেতকারী সংঘর্ষ সমিতি ও আদিবাসী একতা পরিষদের নেতৃত্বে বিক্ষোভ দেখানো কৃষকদের বক্তব্য, বুলেট ট্রেন প্রকল্পটি রূপায়িত হবে তাঁদের এলাকাতেই। এজন্য তাঁদের চাষের জমি নেওয়া হলে সর্বনাশ হয়ে যাবে।
পালঘরের অধিকাংশ কৃষকই ছোট চাষি, বুলেট প্রকল্পের জন্য তাঁদের জমি নেওয়া দরকার হয়ে পড়লে তাঁরা শেষ হয়ে যাবেন বলে জানান কালুরাম দোধাদে নামে এক কৃষক।
তাঁদের সঙ্গে কোনওরকম আলাপ-আলোচনা না করেই রাজ্যের বিজেপি সরকার বুলেট ট্রেন প্রকল্প রূপায়ণ করতে চলেছে বলে দাবি করেন কৃষকরা।
পালঘরের ডিএসপি মঞ্জুনাথ সিঙ্গে জানান, শান্তিপূর্ণই ছিল কৃষকদের এদিনের প্রতীকী বিক্ষোভ, আইনশৃঙ্খলার কোনও সমস্যা হয়নি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -