Farmers Chakka Jam Live Updates: জম্মুৃ-পাঠানকোট হাইওয়ের পর চাক্কা জ্যাম কৃষকদের

দিল্লিতে জ্যাম হবে না, রাজধানী প্রবেশের সব দরজা খোলা থাকবে। তবে যে সব জায়গায় কৃষক বিক্ষোভ চলছে, বন্ধ থাকবে সেই সব জায়গা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Feb 2021 12:31 PM

প্রেক্ষাপট

 নয়াদিল্লি: কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকরা আজ দেশ জুড়ে চাক্কা জ্যাম করতে চলেছেন। বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত গোটা দেশে চাক্কা জ্যাম করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। তবে কৃষক...More

জম্মু-পাঠানকোট হাইওয়ে জ্যাম করলেন জম্মুর কৃষকরা




জম্মুর কৃষকরা জ্যাম করলেন জম্মু-পাঠানকোট হাইওয়ে। কৃষি আইন প্রত্যাহারের দাবি করেছেন তাঁরা। পঞ্জাবের কর্নালে কৃষকরা বেলা ১২টা বাজার সঙ্গে সঙ্গে জাতীয় সড়কের ওপর বলতাড়া টোল জ্যাম করে দিয়েছেন। এভাবে দেশের বিভিন্ন জায়গায় চলছে চাক্কা জ্যাম কর্মসূচি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কোনও জায়গা থেকে কোনও অশান্তির খবর আসেনি।