কৃষকদের সঙ্গে কেন্দ্রের চতুর্থ দফার বৈঠক এদিন। যে বৈঠক বেলা ১২টায়। যেখানে কেন্দ্রের প্রতিনিধি হিসেবে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাজির থাকেন কি না সেদিকেই তাকিয়ে সকলে।
তার আগে অবশ্য সকাল ১০টা নাগাদ কৃষক বিক্ষোভ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকে বসেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। যেখানে কেন্দ্রের কাছে নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিত করার কৃষকদের দাবিই তিনি তুলবেন বলেই জানা যাচ্ছে।
গতকালই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরকে চিঠি লিখে কৃষক সংগঠনগুলি সংসদের বিশেষ অধিবেশন ডেকে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে।
এর মধ্যেই এবার কৃষক আন্দোলনে চিন ও পাক যোগ রয়েছে বলে দাবি করলেন বিজেপি-শাসিত হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। এই চাপানউতোরের মাঝেই কেন্দ্রের সঙ্গে বৈঠকে কৃষি আইন প্রত্যাহারের ফের দাবি জানাবে কৃষক সংগঠনগুলি।
এমনিতেই দিল্লি ঘেরাও করে গত সপ্তাহ থেকে কৃষক সংগঠনগুলির জাতীয় সড়ক অবরোধ কর্মসূচির জেরে হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে ঢোকার একাধিক রাস্তা অবরুদ্ধ। বন্ধ করা হয়েছে দুটি সীমানা।