নয়াদিল্লি: কনকনে ঠান্ডায় দিল্লির রাজপথে কৃষকদের ট্র্যাক্টর মিছিল। এরই মাঝে আজ কেন্দ্রের সঙ্গে অষ্টম দফার বৈঠকে বসছেন কৃষকরা।


৪৪ দিনে পা দিয়েছে দিল্লির কৃষক আন্দোলন। নিজেদের অবস্থানে এখনও অনড় কৃষকরা।


কেন্দ্রের সঙ্গে কৃষকদের আলোচনায় মধ্যস্থতা করতে চেয়ে নানকসর সম্প্রদায়ের তরফে বাবা লক্ষ্য সিংহ গতকাল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করেন।


কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, তিন মূল কৃষি আইন বাদ দিয়ে সরকার যে কোনও প্রস্তাব প্রত্যাহার করতে এবং কৃষকদের বাকি যে কোনও দাবি মানতে রাজি।


অন্যদিকে, গতকাল রাজধানীর রাস্তায় ট্র্যাক্টর মিছিল করেন কৃষকরা। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, এই মিছিল ২৬ জানুয়ারি প্রস্তাবিত ট্র্যাক্টর র‍্যালির মহড়া।


আজ নিহত কৃষকদের শ্রদ্ধা জানাবে যুব কংগ্রেস। কৃষি আন্দোলনে নিহত কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূচি নিয়েছে যুব কংগ্রেস। সন্ধে ৬টার সময় ওই কর্মসূচি পালন করা হবে।


ইতিমধ্যে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনশন আন্দোলনে বসেছেন ১৫ জন কৃষক। নয়ডার গৌতমবুদ্ধ নগরে কয়েক হাজার আন্দোলনকারী সংযুক্ত কিষাণ মোর্চার ট্র্যাক্টর মিছিলে অংশ নেন।


এর আগে, গত ৩০ ডিসেম্বর দুই পক্ষের মধ্যে ষষ্ঠ বৈঠকে দ্বন্দ্ব কিছুটা কমলেও মূল দাবি নিয়ে টানাপোড়েন পুরোপুরি মেটেনি। তবে সেদিন কৃষকদের চারটি দাবির মধ্যে দু’টিতে একমত হয় কেন্দ্র।


এক- নাড়া পোড়ানো ক্ষেত্রে কৃষকদের জরিমানার বিষয়টি বাতিল হবে বলে কথা দেন কেন্দ্রীয় মন্ত্রী। দুই- সেচের জন্য বিদ্যুতে ভর্তুকি বজায় রাখার দাবিও মেনে নেওয়া হয়।


কিন্তু, কৃষকদের মূল দাবি, অর্থাৎ কৃষি আইন প্রত্যাহার এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার বিষয়ে এদিনের বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি।


দ্রুত এই টানাপোড়েন মিটবে বলে আশাবাদী কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।