Farmers Protest Live Updates: আজ সদ্ভাবনা দিবস পালন করছেন আন্দোলনরত কৃষকরা

রাকেশ সংবাদমাধ্যমের সামনে চোখের জল ফেলতে ফেলতে বলেন, গ্রেফতারের দরকার নেই, তিনি গলায় দড়ি দেবেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Jan 2021 12:18 PM

প্রেক্ষাপট

 গাজিয়াবাদ: যোগী আদিত্যনাথের নির্দেশের পরেও দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে ছাড়লেন না বিক্ষুব্ধ কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের শত শত সদস্য রাস্তায় বসে রয়েছেন। ইউপি গেট ছেড়ে চলে যাওয়ার জন্য গাজিয়াবাদ প্রশাসন তাঁদের চরমপত্র...More

মোদি সরকারের ৩টি কৃষি আইনে কোথায় কোথায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই অভিযোগ তুলে সুর চড়িয়েছেন রাহুল গাঁধী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কৃষক আন্দোলন নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত।