চন্ডীগড়: কৃষক বিক্ষোভের আঁচে এখনও পুড়ছে দিল্লি। টানা কয়েকদিন ধরে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে তাঁরা।কৃষক বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে গাড়িতে আগুন লেগে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দিল্লির তিকরি সীমানায়।
পঞ্জাবের ধনৌলা থেকে কৃষক অভিযানে যোগ দিতে যাচ্ছিলেন জনক রাজ। বন্ধুবান্ধবদের সঙ্গে দিল্লির কৃষক বিক্ষোভে অংশ নেওয়ার জন্য রওনা দিয়েছিলেন পেশায় মেকানিক জনক। গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েন তিনি। ঘুমন্ত অবস্থায় গাড়িতে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ঘটনাটি ঘটেছে দিল্লির তিকরি সীমানা এলাকায় বাহাদুরগড়ের নাজফগড় সেতুর কাছে। ওখানেই বিশ্রাম নেওয়ার জন্য গাড়ি থামিয়েছিলেন তাঁরা।
ঝাঝ্ঝরের পুলিশ সুপার রাজেশ দুগ্গল বলেছেন, কৃষকেরা তাঁকে জানিয়েছেন রাত সাড়ে এগারোটা নাগাদ তাঁরা বাহাদুরগড়ের কাছে দাঁড়িয়ে পড়েন। তাঁদের সঙ্গে থাকা একটি ট্রাক্টরের মেরামতির দরকার ছিল।এর কিছু পরে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে রাজ। রাত দেড়টা নাগাদ গাড়িতে আচমকা আগুন লেগে যায়।
রাজের বন্ধুরা আগুন নেভানোর অনেক চেষ্টা করেন। পুলিশেও খবর দেন। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে তাঁরা সন্দেহজনক কিছু পাননি। এটি নিছকই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। ঝাঁঝ্ঝর পুলিশ এই ঘটনায় রবিবার ট্যুইট করে। ট্যুইটে বলা হয়েছে, ’’ গাড়ির মধ্যে শট সার্কিট হওয়ার ফলে আগুন লেগে যায়। কৃষকেরা জানিয়েছেন তারা যখন ট্রাক্টরের মধ্যে ঘুমোচ্ছিলেন, তখন ওই গাড়িটিতে আগুন লেগে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করলেও লাভ হয়নি।‘‘
কৃষক বিক্ষোভ কর্মসূচিতে যাওয়ার পথে গাড়িতে আগুন, পুড়ে মৃত্যু মেকানিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2020 12:49 PM (IST)
কৃষক বিক্ষোভের আঁচে এখনও পুড়ছে দিল্লি। টানা কয়েকদিন ধরে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে তাঁরা।কৃষক বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে গাড়িতে আগুন লেগে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দিল্লির তিকরি সীমানায়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -