কলকাতা: জাতীয় সঙ্গীত চলার সময় উঠে দাঁড়ানোর বদলে ফোনে কথা বলার জন্য ক্ষমা চাইলেন ফারুক আবদুল্লা। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, জাতীয় সঙ্গীত চলাকালীন তিনি উঠে দাঁড়িয়েছিলেন। অকারণে তাঁর আচরণের ভুল ব্যাখ্যা হচ্ছে। তবে বলেছেন, যদি তাঁর আচরণে কেউ দুঃখ পেয়ে থাকেন তবে তিনি ক্ষমাপ্রার্থী।


শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হলে নিয়মমাফিক জাতীয় সঙ্গীত বাজানো হয়। উপস্থিত সকলে উঠে দাঁড়ালেও ব্যতিক্রম ছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। সে সময় ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন তিনি। বিষয়টি জানাজানি হলে স্বাভাবিকভাবেই তাঁর তীব্র সমালোচনা হয়। বিজেপি মন্তব্য করে, ফারুকের আচরণেই পরিষ্কার, জাতীয় সঙ্গীতের থেকে অন্য কিছু তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তা তিনি কি সে সময় বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে ফোনে তাদের জাতীয় সঙ্গীতের ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলেন?

বিতর্কের মুখে পিছু হঠেছেন ফারুক। ওমর আবদুল্লার বাবা মন্তব্য করেছেন, দেশকে অসম্মান করার ইচ্ছে তাঁর ছিল না। তবে কেউ যদি তাঁর আচরণে আহত হন, তবে ক্ষমা চাইছেন তিনি। তাঁর বক্তব্য, দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। এ জন্য তাঁর ওপর হামলাও হয়েছে। এ সব যদি মানুষ দেখতে না পান তবে আর কী করা যাবে বলে মন্তব্য করেছেন তিনি।