শ্রীনগর: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির সুরেই কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হত্যার নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তাঁর দাবি, ‘সবাই এই হত্যার নিন্দা করছে। নিরাপরাধ ব্যক্তিদের হত্যা করা হচ্ছে। হত্যাকাণ্ড বন্ধ হওয়া দরকার। শান্তির জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা দরকার।’



গতকাল আফ্রিদি ট্যুইট করে বলেন, ‘ভারত অধিকৃত কাশ্মীরে ভয়াবহ, উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতার কণ্ঠস্বর চাপা দিতে অত্যাচারী শাসককূল নিরীহদের গুলি করে মারছে। অবাক হয়ে ভাবি কোথায় গেল রাষ্ট্রপুঞ্জ, বাকি আন্তর্জাতিক সংস্থাগুলি, কেন তারা এই রক্তপাত থামাতে কোনও চেষ্টা করছে না? ’



এরপর তিনি আরও একটি ট্যুইট করে ভারতের পতাকা নিয়ে ছবি পোস্ট করে লেখেন, ‘আমরা সবাইকে শ্রদ্ধা করি। খেলোয়াড় হিসেবে সেটাই করি। কিন্তু মানবাধিকারের ক্ষেত্রে নিরাপরাধ কাশ্মীরিদের ক্ষেত্রেও আমরা সেটাই আশা করি।’



পাকিস্তানের সেনাবাহিনীও আফ্রিদিকে সমর্থন করে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের একটি ম্যাচে পরপর ছক্কা মেরে পাকিস্তানকে জেতানোর ভিডিও পোস্ট করে।