পাক অধিকৃত কাশ্মীর কি ভারতের পৈত্রিক সম্পত্তি? বিতর্কিত মন্তব্য করে বিপাকে ফারুক আবদুল্লা
ABP Ananda, Web Desk | 25 Nov 2016 11:23 AM (IST)
শ্রীনগর: পাক অধিকৃত কাশ্মীর কি ভারতের বাবার সম্পত্তি নাকি? এমনই বিতর্কিত মন্তব্য করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা। চেনাব উপত্যকায় এক অনুষ্ঠানে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ফারুক ওই এলাকা ভারতের অধিকারে নিয়ে আসার জন্য নরেন্দ্র মোদী সরকারকে চ্যালেঞ্জ করেন। তারপরেই বলে বসেন, ‘কেয়া ইয়ে তুমহারে বাপ কা হ্যায়’? ভারতীয় সংসদ বরাবর জানিয়ে এসেছে, পাক অধিকৃত কাশ্মীরকে তারা ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। নিজের বক্তৃতায় সেই প্রসঙ্গ তুলে আনেন ফারুক। তারপর বলেন, ওই এলাকা এখন পাকিস্তানের দখলে রয়েছে। ওটা ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয় যে, পৈত্রিক সম্পত্তির মত ওর ওপর দাবি পেশ করবে। তিনি যখন এ কথা বলছিলেন, তখন সামনেই বসে তাঁর ছেলে ও জম্মু কাশ্মীরের পূর্বতন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ফারুক আবদুল্লার বক্তব্য, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের কথা বলার অধিকার রয়েছে, ভারত সরকারও তা নাকি মানে। ভারতের সামনে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করা ছাড়া কোনও উপায় নেই, যাতে ‘জম্মু কাশ্মীরের মানুষের ওপর চলতে থাকা অত্যাচার বন্ধ হয়’। এখানেই থামেননি ইউপিএ আমলে কেন্দ্রীয় মন্ত্রী থাকা ফারুক। তাঁর অভিযোগ, ভারত সরকারের এমন কোমরের জোর নেই, যে তারা পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে আনতে পারে। আবার পাকিস্তানও পারবে না ভারতের কাছ থেকে কাশ্মীরকে কেড়ে নিতে। মাঝখানে পড়ে খেসারত দিচ্ছেন কাশ্মীরের নির্দোষ মানুষ। নোট বাতিলের পর টাকা বদলের জন্য প্রধানমন্ত্রীর মা যেভাবে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েছিলেন, তারও সমালোচনা করেছেন ফারুক আবদুল্লা। নোট বাতিলের ফলে মানুষের যে ‘সমস্যা’ হয়েছে, সে জন্য মোদীর জনতার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।