তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতির ট্যুইট, ২০১৬ –য় ১৯৬৭৫টি নাবালিকা, শিশুকন্যা ধর্ষণের খবর রয়েছে। এটা লজ্জার কথা। প্রধানমন্ত্রী আমাদের মেয়েদের ন্যয়বিচার দেওয়ার ব্যাপার সিরিয়াস হলে এই মামলাগুলির ফাস্ট ট্রাক করে দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। 'SpeakUp' হ্যাশট্যাগও দেন তিনি। ২০১৬ –য় ১৯৬৭৫টি শিশুকন্যা ধর্ষণ, লজ্জার! নাবালিকা ধর্ষণ মামলাগুলোর ফাস্ট ট্রাক করুন, মোদীকে রাহুল
Web Desk, ABP Ananda | 16 Apr 2018 02:48 PM (IST)
নয়াদিল্লি: কাঠুয়া, উন্নাওয়ের ধর্ষণ ঘিরে দেশজুড়ে প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাবালিকাদের যৌন নিগ্রহের মামলাগুলি ফাস্ট ট্রাক বা দ্রুত গতিতে বিচার শেষ করে দোষীকে শাস্তি দিতে উদ্যোগী হওয়ার পরামর্শ দিলেন রাহুল গাঁধী। কাঠুয়ায় ৮ মাসের বাচ্চা মেয়ের গণধর্ষণ, হত্যা ও উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি বিধায়ক ও তাঁর দলবলের হাতে ১৭ বছরের মেয়ের ধর্ষিত হওয়ার অভিযোগে আলোড়ন ওঠায় প্রধানমন্ত্রী গত সপ্তাহে গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন অপরাধ সামাজিক ন্যায়ের মৌলিক ধারণাকেই চ্যালেঞ্জ করে। দেশ ও সমাজ হিসাবে আমরা সবাই এতে লজ্জিত। পুরো দেশকে ভরসা দিয়ে বলছি, কোনও অপরাধীরই নিস্তার নেই। আমাদের মেয়েরা সুবিচার পাবে। ভিতরের এই পাপের অবসান ঘটাতে আমাদের সবাইকে একযোগে উদ্যোগ নিতে হবে।