দেরি করে বাড়ি ফেরা! মেয়েকে ছুরির কোপ বাবার
Web Desk, ABP Ananda | 17 Sep 2016 02:26 PM (IST)
নয়াদিল্লি: অনেক রাত করে বাড়ি ফিরেছে মেয়ে। রাগে সবজি কাটার ছুরি দিয়ে মেয়েকে আঘাত করলেন বাবা। দক্ষিণ পশ্চিম দিল্লির পালাম এলাকার ঘটনা। ১৮ বছরের ওই তরুণী বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর আঘাত সেরকম গুরুতর নয়। তিনি জানিয়েছেন, রাজনগর এলাকায় এক আত্মীয়র সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরতেই দেরি হয়ে যায়। রাত করে ফেরায় তাঁর বাবা ধৈর্য্য হারিয়ে ফেলেন। রেগে গিয়ে ছুরি দিয়েই আঘাত করে বসেন। তাঁর পিঠ ও গলায় আঘাত লাগে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ৩২৩ ধারায় স্বেচ্ছায় আঘাত, ৩৪১ ধারায় অন্যায়ভাবে বাধা দেওয়া, ৫০৬ ধারায় অপরাধমূলক হুমকি দেওয়ার অভিযোগে বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মেয়ে।