ধর্মীয় অনুষ্ঠান চলাকালে বাবার হাত ফসকে গরম কয়লার ওপর পড়ে গেল ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jun 2016 09:04 AM (IST)
জলন্ধর: পঞ্জাবের জলন্ধরে চলছিল এক ধর্মীয় অনুষ্ঠান। সেখানে ছ বছরের ছেলেকে কোলে নিয়ে বাবা খালি পায়ে হাঁটছিলেন গরম কয়লার ওপর। হঠাত্ই অনুষ্ঠান চলাকালে বাবার হাত ফসকে গরম কয়লার ওপর পড়ে মারাত্মক ভাবে পুড়ে গিয়েছে ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার। ঘটনাস্থলে উপস্থিত অন্য প্রত্যক্ষদর্শীরা আহত শিশুটিকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তখনও ছেলেটি অর্থাত্ কার্তিকের পরিবারের লোক হাসপাতালে যেতে অস্বীকার করেন। তাঁদের দাবি, ভগবানে তাঁদের সম্পূর্ণ বিশ্বাস আছে। তাঁরা মনে করেন চিকিত্সার দরকার নেই, এমনিই সুস্থ হয়ে যাবে ছ বছরের কার্তিক। রবিবার রাতে কার্তিককে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তাঁর পায়ে এবং কাঁধের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। বাবারও ১৫ শতাংশ পুড়ে গিয়েছে। হাসপাতালের চিকিত্সক সূত্রে দাবি, বাবা এবং ছেলের দুজনেরই সুস্থ হতে অন্তত পাঁচ থেকে সাতদিন লাগবেই। রবিবার দেবী মারিয়াম্মার জন্যে জলন্ধরের কাজী মাণ্ডিতে প্রায় ৬০০ ভক্তের সমাগম হয়েছিল। এই ধর্মীয় অনুষ্ঠানে গরম কয়লার ওপর হাঁটার আগে, ভক্তেরা প্রায় সাতদিন কিছু খান না। ঠিক তিন বছর আগে এক মায়ের হাত থেকে তাঁর শিশু কন্যা এভাবেই হাত ফসকে গরম কয়লার ওপর পড়ে গিয়েছিল। সেবারও ঘটনাটি ঘটেছিল জলন্ধরে। স্থানীয় বিজেপি বিধায়ক মনোরঞ্জন কালিয়া হাসপাতালে এসে আহত বাবা-ছেলের সঙ্গে দেখা করেছেন। তাঁদের দশ হাজার টাকা অর্থ সাহায্যও দেওয়া হয়েছে। আরও ভাল চিকিত্সার জন্যে তাঁদের পঞ্জাব ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে পাঠানো হয়েছে।