নয়াদিল্লি: গত বছর পুলওয়ামায় জঙ্গিদের হাতে অপহৃত, নৃশংস ভাবে খুন হওয়া সেনা জওয়ান আওরঙ্গজেবের বাবা মহম্মদ হানিফ বিজেপিতে যোগ দিলেন। রবিবার জম্মুর সাম্বার জয়পুরে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপিতে নাম লেখান রাজৌরির বাসিন্দা হানিফ। প্রাক্তন সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত রাকেশ কুমার শর্মাও সামিল হন বিজেপিতে। দুজনকেই বিজেপিতে স্বাগত জানান মোদি। হানিফ প্রধানমন্ত্রীর হাতে শহিদ পুত্র আওরঙ্গজেবের একটি ছবি তুলে দেন।
৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য, রাইফেলম্যান আওরঙ্গজেব কয়েক বছর আগে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছিলেন। মাঝরাস্তায় পুলওয়ামা জেলায় তাঁকে অপহরণ, খুন করে সন্ত্রাসবাদীরা। মরনোত্তর শৌর্য পুরস্কার পান তিনি। আওরঙ্গজেবের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আলাদা ভাবে শোক, সমবেদনা জানান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
হানিফ বলেন, বিজেপিতে যোগ দিলাম তার গরিবমুখী নীতির জন্য। মোদি সরকার দেশের সেরা যারা গরিবের কথা ভাবে, আগের সরকারগুলির মতো নয়।
বিজেপিতে হানিফ ও শর্মার যোগদানের সিদ্ধান্ত আগাম সভায় জানান রাজ্য বিজেপি সভাপতি রবীন্দর রায়না। সমাবেশে হাজির দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করে তা স্বাগত জানান।
মোদির সামনে বিজেপিতে যোগ দিলেন কাশ্মীরে জঙ্গিদের হাতে খুন সেনার রাইফেলম্যান আওরঙ্গজেবের বাবা
Web Desk, ABP Ananda
Updated at:
04 Feb 2019 02:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -