নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ার সামরিক ছাউনিতে জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নিহত সেনা ক্যাপ্টেন আয়ুষ যাদবের বাবা।


অরুণকান্ত যাদব বলেন, আর কতদিন এভাবে আমাদের সন্তানদের মরতে দেখতে হবে? তাঁর মতে, নাশকতার বিরুদ্ধে কঠোর নীতি হওয়া উচিত কেন্দ্রের। না হলে, দেশে এধরনের জঙ্গি হামলা হতেই থাকবে। মানুষ শহিদ হতেই থাকবেন। এই ঘটনা যাতে অন্য কারও সন্তানের সঙ্গে না ঘটে, তার জন্য ব্যবস্থা নিতে হবে (সরকারকে)।


শুধু সরকার নয়, এদিন মানবাধিকার সংগঠনগুলির নীরবতা নিয়েও উষ্মাপ্রকাশ করেন তিনি। বলেন, যখন আমাদের সেনা পাল্টা মার দেয়, তখনম সকলেই অভিযোগ করে। কিন্তু, এটা তাদের কাছে কিছুই নয়।


তিনি যোগ করেন, জিপের সামনে এক ব্যক্তিকে বাঁধায় হইচই হল। বিক্ষোভ প্রদর্শন হল। তদন্ত, পদক্ষেপের দাবি উঠল। অথচ, এবার তারা কোনও কথা বলল না। তাঁর মতে, এইসব (পাথর-ছোড়া) না আটকালে কী করে পরিস্থিতি ঠিক হবে।


অরুণকান্ত জানান, তাঁর এক ভাগ্নি ও তাঁর স্বামীও সেনাবাহিনীতে কর্মরত। দুজনই মেজর পদমর্যাদার অফিসার। নিহতের পিতার দুঃখ, তাঁর ছেলে বেঁচে থাকলে হয়ত একদিন মেজর হতো।


প্রসঙ্গত, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় সেনা ছাউনিতে জঙ্গি হামলায় নিহত হন আয়ুষ সহ তিন সেনাকর্মী। পাল্টা গুলিতে নখতম হয় ২ জঙ্গিও।