নয়াদিল্লি: বয়স মাত্র ১৭ বছর। এর মধ্যেই বিয়ে করে ফেলেছে সে, বাবাও হয়েছে। ১৬ বছরের বৌয়ের অবৈধ সম্পর্ক রয়েছে সন্দেহে সেই বাচ্চাটাকেই কিশোরটি খুন করেছে বলে অভিযোগ।

দিল্লির মঙ্গলপুরীতে গতকাল সন্ধেয় ঘটেছে এই ঘটনা। ১৭ বছরের কিশোরের সন্দেহ ছিল, তার কিশোরী স্ত্রীর অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে, শিশুটি সেই সম্পর্কের ফসল। অভিযোগ, গতকাল নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে ২ মাসের ছেলেটিকে জুতো দিয়ে মারতে শুরু করে সে। বাচ্চাটি অজ্ঞান হয়ে গেলে তার গলা টিপে খুন করে, তারপর চম্পট দেয়। শিশুটির মা তখন বাড়ি ছিল না। সে ফিরে এসে ছেলেকে নিয়ে যায় সঞ্জয় গাঁধী হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

চিকিৎসকরা তার গলায় আঙুলের দাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মেয়েটি জানায়, তার সন্দেহ, তার স্বামীই এই কাজ করেছে। পুলিশের দাবি, অভিযুক্তকে গ্রেফতার করলে জেরার মুখে সে স্বীকার করে নেয়, সেই খুন করেছে সন্তানকে।

অভিযুক্ত কিশোর তার থেকে ১ বছরের ছোট মেয়েটিকে বিয়ে করে গত বছর, মন্দিরে। মঙ্গলপুরীতে বাড়ি ভাড়া করে থাকত তারা। মেয়েটি মধ্য দিল্লির একটি প্রসাধনীর দোকানে সেলস গার্লের কাজ করত, তার রোজগারেই চলত সংসার। ছেলেটির ড্রাগের নেশা ছিল, কাজকর্ম কিছু করত না সে। দুবার মোবাইল ফোনের দোকান থেকে ফোন চুরি করে ধরা পড়ায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তাকে। মেয়েটির মা বাবারও এই বিয়েতে মত ছিল না কিন্তু সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাঁরা সব কিছু মেনে নেন।

স্ত্রী চাকরি করতে যাওয়ায় সন্তানের সঙ্গে থাকত ওই কিশোর। তার সন্দেহ ছিল, কোনও সহকর্মীর সঙ্গে তার স্ত্রীর প্রেম চলছে, সন্তান তার নয়, ওই সহকর্মীরই।

স্রেফ সন্দেহের জেরে ঘটে গেল গোটা ঘটনা।