আগরতলা:  অভাবের জেরে ২০০ টাকায় ৮ মাসের কন্যাসন্তানকে বিক্রি! ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার ঘটনা। পরিবারের অন্য সদস্যদের মুখে খাবার তুলে দিতেই কন্যাসন্তানকে বিক্রির কথা কবুল বাবার।

কর্না দেববর্মার নামে ওই ব্যক্তির অভিযোগ, বারবার প্রশাসনের কাছে বিপিএল কার্ড চেয়েও পাননি। যদিও, দারিদ্র্যের কারণে সন্তানকে বিক্রির কথা মানতে নারাজ ত্রিপুরা সরকার। এই নিয়ে ত্রিপুরায় চলতি বছরে সন্তান বিক্রির তৃতীয় ঘটনা এটি।