বদলাপুর: জুতো কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে ছোট্ট মেয়েটাকে নিয়ে গিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিল বাবা। কিন্তু তার অসাধু উদ্দেশ্য পূরণ হয়নি। কচুরিপানা আঁকড়ে ধরে টানা ১১ ঘণ্টা ভেসে ছিল ৬ বছরের মেয়েটা। তারপর এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে দমকলে খবর দেন। অবশেষে মেয়েটাকে উদ্ধার করা হয়।
ঘটনাটি মহারাষ্ট্রের ঠানের ভর্তক নগর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির নাম একতা তুলসিরাম সিয়ানি। তার জবানবন্দিতে জানা গিয়েছে, বুধবার রাতে তাকে জুতো কিনে দেবে বলে নিয়ে যায় বাবা ও তার এক বন্ধু। এরপর রাত আটটা নাগাদ বদলাপুরের ওয়ালিভলি ব্রিজের কাছে উলহাস নদীতে তাকে ছুঁড়ে ফেলে দেয় বাবা। তবে ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়।
একটি নির্মাণ সংস্থার নিরাপত্তারক্ষী রমেশ ভইর বৃহস্পতিবার ভোরে মেয়েটির চিৎকার শুনে ছুটে গিয়ে তাকে নদীতে ভেসে থাকতে দেখেন। ব্রিজের নীচে ওই জায়গায় নদী বেশ গভীর। তবে মেয়েটি ডুবে যায়নি। রমেশ দমকল ও থানায় ফোন করেন। কিছুক্ষণের মধ্যেই মেয়েটিকে উদ্ধার করা হয়। ভর্তক নগর থানার সিনিয়র ইন্সপেক্টর কে জি গাভিত বলেছেন, মেয়েটির মা বুধবার রাতেই থানায় এসে নিখোঁজ ডায়েরি করেছিলেন। মেয়েটি নাবালিকা হওয়ায় অপহরণের মামলা দায়ের করা হয়েছে। তার মেডিক্যাল টেস্ট করা হয়েছে। অভিযুক্ত বাবা পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
বাবা ছুঁড়ে ফেলে নদীতে, কচুরিপানা আঁকড়ে ১১ ঘণ্টা ভেসে থাকার পর উদ্ধার শিশুকন্যা
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2016 11:17 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -