বেরিলি: মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের বিরুদ্ধে ফতোয়া জারি করল বারেলভি সম্প্রদায়ের ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান (সেমিনারি)। পাকিস্তানের জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজকে ইসলাম-বিরোধী আখ্যা দিয়ে এই ফতোয়া জারি করা হয়েছে। উত্তরপ্রদেশে বেরিলির এই সেমিনারির প্রধান মুফতি মহম্মদ সালিম বারেলভি এই ফতোয়া জারি করেছেন। ফতোয়ায় হাফিজকে ইসলাম-চ্যূত বলে মন্তব্য করা হয়েছে। এর পাশাপাশি রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত এই কুখ্যাত সন্ত্রাসবাদীর অনুগামী বা যারা তাকে মুসলিম মনে করে তাদের বেআইনি ঘোষণা করা হয়েছে।


উল্লেখ্য, হাফিজ সম্প্রতি কাশ্মীরে সেনা পাঠাতে পাক সেনা প্রধান জেনারেল রাহিল শরিফের কাছে আর্জি জানিয়েছে। এছাড়াও কাশ্মীরে চলতি অশান্তিতে উস্কানি দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।

হাফিজের বিরুদ্ধে দরগা-ই-আলা হজরতের সঙ্গে যুক্ত মঞ্জর-ই-ইসলাম সওদাগরনের পক্ষ থেকে এই ফতোয়া জারি করা হয়েছে। এতে বলা হয়েছে হাফিজের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই।

মুফতি মহম্মদ সালিম ফতোয়ায় বলেছেন, হাফিজ সন্ত্রাসবাদে বিশ্বাসী, এটাই তার আদর্শ..এভাবে সে ইসলাম ও মুসলিমদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে..মুসলিমদের এ ধরনের ব্যক্তির সঙ্গে কোনওরকম সংশ্রব রাখা উচিত নয়।