বর্ধন ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে দেশে কোভিড-১৯ মোকাবিলা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন। বৈঠকে বর্ধন জানিয়েছেন, দেশের মানুষ ও রাজ্যগুলিকে সাহায্য করতে বেশ কয়েকজন আধিকারিককে পাঠানো হয়েছে। তিনি বলেছেন, প্রয়োজন পড়লেই রাজ্যগুলি সাহায্যের জন্য পদস্থ আধিকারিকদের পাঠানো হচ্ছে। পর্যবেক্ষক হিসেবে তাঁদের পাঠানো হচ্ছে না। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এবং সহযোগিতার জন্য তাঁদের পাঠানো হচ্ছে। যাতে আরও বেশি সাহায্যের হাত কীভাবে বাড়ানো যেতে পারে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানতে তাঁদের পাঠানো হচ্ছে।
গত ২১ এপ্রিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) রাজ্যগুলিকে কোভিড-১৯-এর জন্য র্যা পিড টেস্টিং কিটের ব্যবহার বন্ধ করতে বলেছিল। সঠিক ফলাফল না আসায় এই নির্দেশ দেওয়া হয়েছিল।