শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে বাড়ছে তাপমাত্রা। এবার উষ্ণতম মার্চ মাস প্রত্যক্ষ করেছেন উপত্যকার মানুষ। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, মার্চে উপত্যকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১১ ডিগ্রি বেশি ছিল। এ মাসে তাপমাত্রা কিছুটা কমলেও, এখনও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। জম্মু ও কাশ্মীরে এ বছরের ১ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে বৃষ্টির ঘাটতি ৬১ শতাংশ। ফলে শ্রীনগর সহ অনেক জায়গাতেই খরার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দফতরের ওই আধিকারিক আরও জানিয়েছেন, গত ৩১ মার্চ শ্রীনগরের তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১০.৭ ডিগ্রি বেশি। এটাই শ্রীনগরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ১৯৭১ সালের ২৭ মার্চ শ্রীনগরের তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সেটাই এতদিন এই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এবার সেই রেকর্ড ভেঙে গেল। তবে এ মাসের শুরুতে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা সামান্য কমেছে।

শ্রীনগরের আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর মুখতার আহমেদ জানিয়েছেন, ‘এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বেশি বৃষ্টি বা তুষারপাত দেখা যায়নি। স্বাভাবিকের তুলনায় মাত্র ২০ শতাংশ বৃষ্টি হয়েছে। মার্চেও বৃষ্টি হয়নি। ফলে তাপমাত্রা বেড়ে গিয়েছে। সবকিছুর উপরেই এর প্রভাব পড়বে। বৃষ্টি না হওয়ার কারণেই গত ডিসেম্বরে শালিমার জঙ্গলে দাবানল হয়। এ মাসে উপত্যকার তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। ফলে ফসল ও ফল চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তবে তিন-চার বছর পরপর এই ধরনের আবহাওয়া দেখা যায়। ২০১৪ সালেও কম বৃষ্টি হয়েছিল। পরের বছর আবার প্রচুর বৃষ্টি হয়।’