নয়াদিল্লিঃ তাঁকে দেখলেই ভয়ে দু পা পিছিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদরা, ভাবছেন এই বোধহয় নরেন্দ্র মোদীর মতো তাঁদেরও জড়িয়ে ধরবেন তিনি। কটাক্ষ রাহুল গাঁধীর। সংসদে গত শুক্রবার অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে ভাষণ শেষে হঠাত সবাইকে অবাক করে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন কংগ্রেস সভাপতি। এজন্য তাঁকে একহাত নিয়েছেন বিজেপি নেতারা।


কিন্তু বুধবার এক অনুষ্ঠানে প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর সামনেই রাহুল বলেন, শাসক দলের নেতাদের সঙ্গে তাঁর মতপার্থক্য থাকতে পারে, তাঁদের সঙ্গে তিনি লড়তে পারেন, কিন্তু সেজন্য তাঁদের ঘৃণা করার প্রয়োজন হয় না তাঁর।

কংগ্রেস সভাপতি বলেন, আপনি সর্বশক্তি দিয়ে কারও সঙ্গে লড়তে পারেন, কিন্তু তাঁকে  ঘৃণা করবেন কিনা, সেটা আপনার পছন্দ । এটা বোঝা খুব জরুরি বলে মনে করি। আডবাণীজীর থেকে দেশ সম্পর্কে আমার একেবারে ভিন্ন মত থাকতে  পারে, ওনার সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে আমার লড়াই হতে পারে, কিন্তু আমার ওনাকে ঘৃণা করার দরকার হয় না। তিনি আডবাণীজীকে জড়িয়ে ধরেও তাঁর সঙ্গে লড়তে পারেন বলে মন্তব্য করেন রাহুল। হাসির রোল ওঠে, রাহুল যখন বলেন, এর ফল চমত্কার। আজকাল আমায় দেখলেই সরে যাচ্ছেন বিজেপি সাংসদরা, পাছে তাঁদেরও জড়িয়ে ধরি এই আতঙ্কে।