নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশলকে চিঠি লিখে শোকজ্ঞাপন করলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। তিনি লিখেছেন, ‘আপনার স্ত্রী সুষমা স্বরাজের আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। সুষমা স্বরাজ অত্যন্ত গুণী মহিলা ছিলেন। তিনি যে পদেই কাজ করেছেন, সবসময় সাহস, দৃঢ়প্রতিজ্ঞ মানসিকতা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। সবচেয়ে বড় কথা, ব্যক্তিগত গুণের ফলে তিনি রাজনৈতিক ও জনজীবনে দীপ্তি ছড়িয়েছিলেন।’
সনিয়া আরও লিখেছেন, ‘সুষমাজি অসাধারণ বক্তা এবং দুর্দান্ত সাংসদ ছিলেন। রাজনৈতিক মহলে সবার সঙ্গেই তাঁর বন্ধুত্ব ছিল। লোকসভায় আমরা দীর্ঘদিন ধরে সহকর্মী ছিলাম। আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। আমি তাঁর অভাব অনুভব করছি। সুষমাজি ভারতীয় কূটনীতির মানবিক মুখ তুলে ধরেছিলেন। তিনি সব ভারতীয়কে বিপদের সময় সাহায্য করতেন। ব্যক্তিগত জীবনেও তিনি সেই সাহস দেখিয়েছিলেন। অবিশ্বাস্য ক্ষমতায় তিনি রোগের মোকাবিলা করেছিলেন।’
আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল, ওঁর অভাব অনুভব করছি, সুষমার স্বামীকে শোকবার্তা সনিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
07 Aug 2019 05:03 PM (IST)
সনিয়া আরও লিখেছেন, লোকসভায় আমরা দীর্ঘদিন ধরে সহকর্মী ছিলাম। আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। আমি তাঁর অভাব অনুভব করছি।
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -