নয়াদিল্লি: দেশপ্রেম নিয়ে মুখ খুললেন শাহরুখ খান। কখনও কখনও নিজের দেশপ্রেমের প্রমাণ দিতে হয় বলে তিনি ‘গভীর বেদনা’ বোধ করেন বলে জানালেন কিং খান। তাঁর চেয়ে ‘বড়’ দেশপ্রেমিক কেউ নেই, এও বলেছেন তিনি।


 

গত বছরই অসহিষ্ণুতা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে বিতর্কে জড়ান তিনি। গত নভেম্বরে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ধর্মীয় অসহিষ্ণুতার চেয়ে খারাপ আর কিছু হয় না এবং তা ভারতকে অন্ধকার যুগের পিছিয়ে দেবে!  বিজেপির নেতানেত্রীদের একাংশের বিরূপ সমালোচনা, কটাক্ষ শুনতে হয় তাঁকে। শাসক শিবিরের সেই নেতানেত্রীদের নিশানায় বিদ্ধ হয়ে শেষ পর্যন্ত তিনি বলেন, এ দেশে অসহিষ্ণুতা নেই!



আর এবার একটি টিভি চ্যানেলের শো-এ তিনি বলেছেন, কখনও কখনও খুব দুঃখ হয়, এমনকী কান্নাও পেয়ে যায় যখন আমাকে প্রমাণ দিতে হয় যে, আমি দেশপ্রেমিক! আমাকে জোর করে বলতে হয়, আমি এ দেশের লোক! বলতে গেলে, আমরা সকলেই দেশকে ভালবাসি। দেশপ্রেমিক, এটা বলার জন্য আমাদের প্রতিযোগিতায় না নামলেও চলে। তিনি এও বলেন, আমি কত বড় দেশপ্রেমিক, বারবার এটা আমাকে যখন বোঝাতে হয়, তখন খুবই কষ্ট হয়।

এ  প্রসঙ্গেই তিনি মন্তব্য  করেন, আমার ছবি ‘ফ্যান’ হিট হোক না না হোক, আমি  এই শেষবারের  মতো বলতে চাই, যে, আমার চেয়ে বড় দেশপ্রেমিক কেউ নেই! ফের কথাটা বলব না।



অসহিষ্ণুতা নিয়ে বিতর্কে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল বলে দাবি করেন শাহরুখ। বলেন, আমি শুধু দেশের যুবাদের পরামর্শ দিয়েছিলাম ধর্ম, জাতপাত, বর্ণ, সম্প্রদায়, আঞ্চলিকতার মতো বিষয়ে অসহিষ্ণু হলে চলবে না।  আমার বাবা ছিলেন এ দেশের সবচেয়ে তরুণ স্বাধীনতা সংগ্রামীদের একজন। তাহলে আমি কী করে এটা ভাবব যে এ দেশ আমাদের প্রতি ন্যায়পরায়ণ নয়? আমার মতো একজন যে এ দেশ থেকে সব কিছু পেয়েছে, সেই আমি কখনই এমন অনুযোগ করব না।

তিনি যোগ করেন, আমার পরিবার তো মিনি-ভারত। আমার স্ত্রী হিন্দু। আমি জন্মসূত্রে মুসলিম। আমার তিন সন্তান তিনটি ধর্ম অনুসরণ করে। সুতরাং কী করে আমার নিজের দেশ সম্পর্কে খারাপ ভাবব আমি!