গাজিয়াবাদ:  ২৪ নম্বর জাতীয় সড়কে এবার ডাকাতি আর শ্নীলতাহানি রুখতে সাদা পোশাকে মহিলা কনস্টেবল নিয়োগ করল পুলিশ। পুলিশ প্রধান শ্লোক কুমার জানান, বর্তমানে অটো চালকদের দৌরাত্ম বেড়েছে ২৪ নম্বর জাতীয় সড়কে। তারাই ডাকাতি বা শ্নীলতাহানির মতো অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত বলে মনে করছেন পুলিশ প্রশাসন। তাই গাজিয়াবাদ এবং নয়ডা পুলিশ প্রশাসনের তরফে যুগ্মভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


পুলিশ সূত্রে খবর, অসামাজিক কাজকর্মের সঙ্গে যে অটো চালকরা যুক্ত তারা ইউনিফর্ম পরেন না, এমনকি তাদের গাড়ির নম্বর প্লেটও নকল হয়। এই মহিলা কনস্টেবল নিয়োগ করার ফলে অসামাজিক কাজকর্মে রাশ টানা সম্ভব হবে বলেই মনে করছেন তারা।

গত সপ্তাহে একজন চিকিৎসক ও একজন ছাত্রী ডাকাতি ও শ্নীলতাহানির অভিযোগ দায়ের করেন। এদের দুজনেই ইলেকট্রনিক সিটি মেট্রো স্টেশান থেকে অটোয় চড়েছিলেন।

গত মাসে ওই জাতীয় সড়কেই দশম শ্রেণীর এক ছাত্রী পরীক্ষা দিতে যাবার পথে শ্নীলতাহানির স্বীকার হন। অটো থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই অটো চালককে।

গাজিয়াবাদ ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই ১৪০টি অটো চালকে জরিমানা ও ৭৮টি অটো কে ট্রাফিক নিয়ম ভাঙ্গা ও চুক্তি খেলাপের জন্য বাজেয়াপ্ত করেছে। এই বিষয়টিকেও তারা গুরুত্ব সহকারে দেখছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।