বেঙ্গালুরু: কয়েকজন বিজেপি নেতা জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর মতো আচরণ করছেন বলে মন্তব্য করলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি। তিনি বেলাগাভিতে বিজেপি নেতাদের সন্ত্রাসবাদী বলে তোপ দেগেছিলেন। এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই তিনি সাফাই দিয়েছেন, ‘আমি কোনও সময়ই সব বিজেপি নেতাকে সন্ত্রাসবাদী বলিনি। আমি শুধু বলেছি, কয়েকজন বিজেপি নেতা আইএসআইএস-এর মতো আচরণ করছেন।’
রেড্ডির এই মন্তব্যের সমালোচনা করে বিজেপি দাবি করেছে, যাঁরা রাজ্য চালাচ্ছেন তাঁদের মানসিকতার জন্যই কর্ণাটক জিহাদি কার্যকলাপের ঘাঁটি হয়ে উঠেছে। রেড্ডি পাল্টা বলেছেন, ‘আমিই প্রথম ব্যক্তি যে আইএসআই, আইএসআইএস ও জিহাদিদের নিন্দা করেছি। এই (বিজেপি) নেতারা উস্কানিমূলক মন্তব্যের মধ্যে দিয়ে রাজ্যে সাম্প্রদায়িকতা ছড়াতে চাইছে।’ কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে ও বিজেপি সাংসদ প্রতাপ সিমহর সমালোচনা করে রেড্ডি বলেছেন, ‘যে দুই নেতা রাজ্যের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন, আমার এই মন্তব্য মূলত তাঁদের বিরুদ্ধেই। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকেই দেখছি, কয়েকজন বিজেপি নেতা মানুষকে উস্কানি দিচ্ছেন।’
রেড্ডির পাল্টা সমালোচনা করে কর্ণাটকের বিজেপি নেতা এস সুরেশ কুমার ফেসবুকে কটাক্ষ করেছেন, ‘আমাদের সবাইকে আইএসআইএস-এর সঙ্গে যুক্ত করা হয়েছে। আমি জানতে চাই, পুলিশ আমাদের ধরবে না কি আমাদেরই পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে।’
বিজেপি সাংসদ শোভা করণ্ডলাজি ট্যুইট করে লিখেছেন, ‘যাঁরা রাজ্য চালাচ্ছেন তাঁদের মানসিকতার জন্যই কর্ণাটক জিহাদি কার্যকলাপের ঘাঁটি হয়ে উঠেছে।’ অপর এক ট্যুইটে তিনি লিখেছেন, ‘বিজেপি-র সঙ্গে সন্ত্রাসবাদীদের তুলনা করার জন্য এইচ এম রেড্ডির মন্তব্যের নিন্দা করছি। মন্ত্রী কি চেতনা হারিয়েছেন, না কি তিনি জিহাদিদের সন্তুষ্ট করতে চাইছেন?’
কয়েকজন বিজেপি নেতা আইএসআইএস-এর মতো আচরণ করছেন, তোপ কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
09 Dec 2017 12:34 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -